ময়মনসিংহে হয়ে গেল ফুটবলার বাছাই কার্যক্রম

0

স্পোর্টস ডেস্ক:  ময়মনসিংহে হয়ে গেল বাফুফের বিভাগীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলাসহ গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার ৪৬ কিশোর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইয়ে অংশ নেয়। আগামীর তারকা হওয়ার স্বপ্নে বিভোর কিশোররা বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়ে উচ্ছ্বসিত। এখান থেকেই জামাল-সোহেল রানাদের উত্তসূরি খুঁজে নেবে বাফুফের কোচরা। ছোটদের চোখে আগামীর বড় তারকা হওয়ার স্বপ্ন। ফুটবল ফেডারেশনের তৃণমূল বাছাই কার্যক্রমের মাধ্যমেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মরিয়া তারা।লাল সবুজের ভবিষ্যত কান্ডারি হতে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আসে ময়মনসিংহ বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার ৪৬ জন কিশোর।বাফুফের কোচরা সম্পন্ন করেছেন বাছাই প্রক্রিয়া। শুক্রবার দুপুরের মধ্যে বাছাই শেষ হলেও জানানো হয়নি ফলাফল। তবে স্বপ্ন পূরণে আশাবাদী সবাই।এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের ফুটবলে জাগরণ সৃষ্টি হবে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।চলতি বছরের অনুর্ধ্ব -১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাফ দল নির্বাচনসহ পরবর্তীতে বয়সভিত্তিক দল গঠনে ফুটবলারের যোগান দিতেই এই বাছাই কার্যক্রম বলে জানালেন বাফুফে কর্মকর্তারা।আগামী ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে।

Share.