ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে, আর এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২৫ লাখ মানুষের সোমবার জনস হপকিন্স ইউনিভার্সিট এ তথ্য জানায়।এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এই মাইলস্টোন খুবই ভয়ঙ্কর ও হৃদয়বিদারক। প্রত্যেক মানুষকে একটি সংখ্যা হিসেবে দেখা উচিত নয়।হোয়াইট হাউসে আবেগতাড়িত ভাষণে বাইডেন আরও বলেন, জাতি হিসেবে আমরা ভাগ্যের এই নিষ্ঠুরতা মেনে নিতে পারি না। আমি সবাইকে অনুরোধ করছি, যারা চলে গেছেন, তাদের স্মরণ করুন। সতর্ক থাকুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং টিকা নিন।এদিকে আজ মঙ্গলবার থেকে ফাইজার-বায়োনটেকের করোনা টিকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেওয়া শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে এই টিকা দেওয়া শুরু হবে দেশের ৬৩৬টি টিকাপ্রদান কেন্দ্রের ১৪৫টিতে। এই ধাপে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিকরা।
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে
0
Share.