এক টুইটেই ইলন মাস্কের ১৫০০ কোটি ডলার গায়েব!

0

ডেস্ক রিপোর্ট:  টুইট করেই সর্বনাশ হলো টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের। কারণ এক টুইটেই তিনি এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন!রোববার (২১ ফেব্রুয়ারি) মাস্ক এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘ক্রিপটোকারেন্সি বিটকয়েন ও তার ছোট প্রতিদ্বন্দ্বী ইথারের অতিমূল্যায়ন করা হয়েছে।’ এর ফলে সোমবার টেসলার শেয়ারের দর ৮ দশমিক ৬ শতাংশ কমে গেছে।কয়েক সপ্তাহ আগেই টেসলা জানিয়েছিলেন, ভবিষ্যৎ লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহৃত হবে। এমনকি দেড়শ’ কোটি মার্কিন ডলারের বিটকয়েন কিনেছে টেসলা। এতে ডিজিটাল মুদ্রায় আগ্রহ বেড়েছে মূল ধারার বিনিয়োগকারীদের মধ্যে।এখন মার্কিন ধনকুবের এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ক্রিপ্টোকারেন্সির মূল্য নতুন রেকর্ড গড়েছে। প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। এতে বিটকয়েনের সর্বমোট বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Share.