তামিমা আগে রাকিবের ছিল, এখন আমার: নাসির (ভিডিও)

0

স্পোর্টস ডেস্ক: কারও প্ররোচনা নয়, আইন ও শরিয়া সম্মতভাবে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়ে নিয়ে কারও প্ররোচনায় সমালোচনা করবেন না। গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান নাসিরের স্ত্রী তামিমা তাম্মি।বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করে এ আহ্বান জানান তামিমা তাম্মি।তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন।২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। তামিমা তাম্মি বলেন, উনি (রাকিব) যা যা বলেছেন, তা একটি চক্রের ষড়যন্ত্র করে করছেন। ফেক ফেসবুক আইডি করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নাসিরের ফেসবুক ভেরিফাইড পেজ। ভেরিফাইড পেজ সবকিছু আলোচনা করা হবে। আমাদের যদি কোন ত্রুটি থাকে তা ভেরিফাইড পেজের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
দয়া করে কারও কথা শুনে খবর প্রকাশ করবেন না।দুজনেই সংবাদ সম্মেলনে এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন গণমাধ্যমের সামনে। এসময় নাসির জানান, দীর্ঘ পরিচয়ের পর সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন।‘আমি তামিমাকে চিনি প্রায় চার-সাড়ে চার বছর ধরে।সে আমার খুব ভালো একটা বন্ধু ছিল। তারপর আমাদের প্রেম এবং বিয়ে করি। আমরা আইনগত ভাবে ইসলামী শরিয়াহ মেনে সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমাদের মনে যদি কিছু থাকতো এভাবে ওপেনলি বিয়ে করতাম না। আমরা সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করেছি। তামিমার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। সব জেনেই তাকে বিয়ে করেছি। ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি।’এসবের আগে তামিমার আগের স্বামী রাকিব হাসান মামলার প্রস্তুতিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমা ও নাসিরকে নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করেন। এসব নিয়ে নাসির জানান, আইনি ব্যবস্থা নিবেন।‘রাকিব সাহেব যেসব বলেছেন সেসব ঠিক না। আগে তামিমা উনার ছিল এখন তামিমা আমার। সে যেই হোক আমার ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করলে কাউকেই ছাড় দিব না এবং সেটা আইনের মাধ্যমে। আমরা যা করেছি সবাইকে জানিয়ে করেছি। লুকোচুরি তো করিনি। সে (রাকিব) সোশ্যাল মিডিয়াতে এসে যেসব করছে এসব ঠিক হয়নি। আমার বেলায় এমন হলে আমি সোজা থানায় গিয়ে মামলা করতাম।’

Share.