ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে একটি বেকারির দোকানের ভেতরে সেপটিক ট্যাংকের বিস্ফোরণ হয়। এ সময় আশপাশে লোকজন ছোটাছুটি করতে থাকে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। দোকান মালিকসহ তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস ছামাদ বলেন, ‘ধারণা করা হচ্ছে দোকানের নিচে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা উদ্ধারকাজ শুরু করেছি। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না।’
সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত
0
Share.