ডেস্ক রিপোর্ট: বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতে ঝাড়খন্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা। বৃহস্পতিবার সকাল পৌনে ন’টা নাগাদ পশ্চিম সিংভূমের হোয়াহাতু গ্রামে হওয়া ওই বিস্ফোরণে ২ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জন।সংবাদ মাধ্যম পিটিআই’র বরাতে জানা যায়, সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ঘটানো এ বোমার বিস্ফোরণে রাজ্য পুলিশের বিশেষ শাখা ঝাড়খন্ড জাগুয়ারের দুই সদস্য নিহত হয়েছে। বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।সংবাদ সংস্থা এএনআইকে ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নকশালদের রাখা আইইডি বিস্ফোরণে ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন। বিস্ফোরণের পরে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। আহত জওয়ানদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান রয়েছেন বলে জানানো হয়েছে। বাকিরা জাগুয়ার বাহিনীর।কর্মকর্তারা জানান, এ হামলায় ঝাড়খন্ড জাগুয়ার এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অপর দুই সদস্য আহত হয়েছে। এই যৌথ দলটি ওই এলাকায় অভিযান চালাচ্ছিল।
বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের ঝাড়খণ্ড, নিহত ২
0
Share.