ইরানের সঙ্গে মামলায় হেরে গেল যুক্তরাষ্ট্র, দিতে হচ্ছে বড় ক্ষতিপুরণ

0

ডেস্ক রিপোর্ট: দ্য হেগের একটি আদালতে ইরানের দায়ের করা মামলায় হেরে গেছে যুক্তরাষ্ট্র। এখন ইরানকে ৩৭ মিলিয়ন বা তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ ক্ষতিপূরণ দিতে হবে। ১৯৮১ সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই মামলা করেছিল ইরান।আলজিয়ার্স চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে বা দেরি করেছে। এরপর দ্য হেগের আদালতে মামলা করে ইরান।ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, দ্য হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে। এর ফলে এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।ইরান ১৯৮২ সালে ওই মামলা করে। পরবর্তীতে ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুলিং ইস্যু করে। চূড়ান্ত রায়ে ইরানকে দুই কোটি ৯০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আর এই অর্থ দিতে দেরি হলে আরও ৮০ লাখ ডলার দিতে হবে।

Share.