বিনোদন ডেস্ক: বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারের শুরু থেকেই মুন্না ভাই এমবিবিএস খ্যাত এই অভিনেত্রীকে পোশাকের ব্যাপারে খুব সচেতন। এক কথায় ‘পরিণীতা’র নায়িকাকে এক ঢাল চুল, কপালে টিপ, শাড়িতে পাশের বাড়ির মেয়ে হিসেবে দেখতেই অভ্যস্ত দর্শক।কিন্তু সেখান থেকে ‘সিল্ক স্মিতা’হয়ে খোলামেলা পোশাক, যৌনতা আর উন্মুক্ত বক্ষভাঁজে অন্য রকম এক বিদ্যা হাজির হন। তার অভিনয় ‘১০০ কোটি ক্লাব’-এ পৌঁছে দেয় ‘দ্য ডার্টি পিকচার’ছবিটিকে। বিদ্যার সাহসী অভিনয়ে মুগ্ধ দর্শক।এই ছবিটি নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন বিদ্যা কারণ এই খোলামেলা পোশাক আর ঘনিষ্ঠ দৃশ্য তার মা-বাবা কীভাবে নেবেন এটা ভেবে।এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছেন ‘সিল্ক স্মিতা’র চরিত্রে মেয়েকে দেখে মা-বাবা কী বলবেন, সেই চিন্তায় ছিলেন অভিনেত্রী। ছবি চলাকালীন স্ক্রিনিং রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বিদ্যা। এরপর যা ঘটেছিল, অভিনেত্রীর স্মৃতিতে তা আজও উজ্জ্বল। ছবি দেখে বেরিয়ে আপ্লুত ছিলেন বিদ্যার বাবা। হাততালি দিয়ে ভালো লাগার মাত্রা বোঝাতে চেয়েছিলেন মেয়েকে। অন্য দিকে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা। পর্দায় মেয়ের মৃত্যু দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। জানিয়েছিলেন, পর্দায় এক মুহূর্তের জন্য খারাপ দেখায়নি অভিনেত্রীকে।ছবিতে এই ‘সিল্ক স্মিতা’র চরিত্রে অভিনয়ের সুবাদেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিদ্যা।