শনিবার, নভেম্বর ২৩

রেকর্ড জরিমানার মুখে জ্যাক মা’র আলিবাবা

0

 ডেস্ক রিপোর্ট:  চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার টুটি চেপে ধরতে চাইছে বেইজিং। এরই অংশ হিসেবে দেশটির অ্যান্টি-ট্রাস্ট রেগুলেটররা আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের ওপর রেকর্ড পরিমাণ জরিমানা আরোপের চিন্তাভাবনা করছে। এ বিষয়ে অবগত সূত্রগুলোর বরাত দিয়ে এমন খবর ছেপেছে দ্য ওয়ার স্ট্রিট জার্নাল।খবরে বলা হয়েছে, বাজারে অসম প্রতিযোগিতার কারণে এই জরিমানা গুণতে হবে আলিবাবাকে। এর আগে ২০১৫ সালে একই ধরনের অভিযোগে কোয়ালকমকে ৯৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। তবে আলিবাবাকে এর চেয়েও বেশি পরিমাণ অর্থ জরিমানা করা হতে পারে।শুধু জরিমানাই নয়, নিজেদের অনলাইন রিটেইল ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়, এমন কিছু অ্যাসেটের ওপর থেকে আলিবাবার অধিকার তুলে নেয়া হবে কিনা, সেটা নিয়েও চিন্তাভাবনা করছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এ বিষয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আলিবাবা।কয়েক মাস ধরেই চীন সরকারের তোপের মুখে রয়েছে আলিবাবা। গত বছরের অক্টোবর মাসে চীনের রেগুলেটরি সিস্টেম নিয়ে সমালোচনা করেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। এরপর থেকে তার ব্যবসা সামাজ্র্যের ওপর ছড়ি ঘোরাতে শুরু করে চীনের কর্তৃপক্ষ।গত বছরের ডিসেম্বর মাসে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন জানায়, তারা আলিবাবার বিরুদ্ধে একটি অ্যান্টি-ট্রাস্ট তদন্ত শুরু করেছে। এর আগে আলিবাবার ইন্টারনেট ফাইনান্সিং ফার্ম অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি ডলারের আইপিও আটকে দেয় বেইজিংয়ের কর্তৃপক্ষ।

Share.