ঢাকা অফিস: ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অতিমারির কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় এনে আপাতত ‘ক্যামব্রিজ’ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোভিড অতিমারির কারণে যুক্তরাজ্য এবং প্রতিবেশী অন্যান্য দেশেও পরীক্ষাগ্রহণ চলছে না। সবদিক বিবেচনায় আমাদের দেশেও এ পরীক্ষাগ্রহণ যুক্তিসঙ্গত হবে না।
দুই শ্রেণির পরীক্ষা হচ্ছে না
0
Share.