ডেস্ক রিপোর্ট: ক্যাশলেস থাকতে কার্ডের ব্যবহার এখন বহুল প্রচলিত। ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কোনটা পছন্দ আপনার? যদি ডেবিট কার্ড পছন্দ করেন তো আপনাকে নিয়ে এই লেখা নয়। তবে আপনার পছন্দ যদি ক্রেডিট কার্ড হয় তবে মন দিয়ে পড়ুন লেখাটি।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের টেকনোলজি বিভাগ এক সমীক্ষায় জানিয়েছে, কোকেনের মতো ড্রাগ নিলে মস্তিষ্কে যে সুখের অনুভূতি হয়, ক্রেডিট কার্ড দিয়ে কিছু কেনাকাটা করলেও হুবহু একই অনুভূতি হয়।সম্প্রতি এই সমীক্ষাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের অধ্যাপক ড্রেজেন প্রেলেক এবং তার দল। নগদ টাকায় কেনাকাটা করেন এবং ক্রেডিট ব্যবহার করে কেনাকাটা করেন, এমন একদল মানুষের মধ্যে এই সমীক্ষাটি পরিচালনা করা হয়। সায়েন্টিফিক জার্নালে এর ফলাফল প্রকাশিত হয়েছে।অধ্যাপক প্রেলেক জানান, কোকেন এবং এই জাতীয় ড্রাগের নেশায় মস্তিষ্কে যে রাসায়নিক প্রতিক্রিয়া হয়, ক্রেডিট কার্ডে কেনাকাটা করলেও ঠিক সেই প্রতিক্রিয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিছু প্রভেদ আছে। এই রাসায়নিক প্রতিক্রিয়া এবং সুখানুভূতি দেখা দেয় একমাত্র বিলাসবহুল কোনো জিনিসের পিছনে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করার সময়েই।গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে কোনো ব্যক্তি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে গাড়ির জন্য জ্বালানি তেল কেনেন, তাহলে তার মস্তিষ্কে ড্রাগ নেওয়ার মতো কোনো রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হয় না। কিন্তু কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে গাড়ি কেনেন তবে তার মস্তিষ্কে ড্রাগ নেওয়ার মতো অনুভূতি হয়।কিংবা ওই ব্যক্তি যদি কোনও রেস্তোরাঁয় যান এবং ঠিক করে থাকেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, তাহলেও ড্রাগ নেওয়ার মতো অনুভূতি হয় মস্তিষ্কে।শুধু তাই নয়, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজন না থাকলেও নানা রকম খাবার কিনে খরচের মাত্রা বাড়িয়ে তোলার প্রবণতা দেখা গিয়েছে বলে দাবি করছেন গবেষকরা।সঙ্গত কারণেই বিষয়টি নিয়ে আপাতত উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞ মহলে। কেন না, করোনাকালে যাতে কাগজের নোট থেকে সংক্রমিত হতে না হয়, সেই ভয়ে ক্যাশলেস ট্রানজাকশনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।
ক্রেডিট কার্ড কোকেনের মতোই ভয়ঙ্কর!
0
Share.