বাইবেলের পুরনো নথি খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের

0

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা মঙ্গলবার জানিয়েছে, তারা মরুভূমির একটি গুহা থেকে কয়েক ডজন ডেড সি স্ক্রলের অংশ বিশেষ খুঁজে পেয়েছে। এসব স্ক্রলের খণ্ডাংশের মধ্যে বাইবেলের নথিও রয়েছে বলে দাবি করেছে তারা।ধারণা করা হয়, প্রায় ১ হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়াও ৬ হাজার বছর বয়সী শিশুর আংশিক মমিকৃত কঙ্কাল এবং প্রায় অক্ষত ১০ হাজার ৫০০ বছর বয়সী হাতে বোনা ঝুড়ি পাওয়া গেছে।জুডিয়ান মরুভূমি থেকে এসব সামগ্রী আবিষ্কার করা হয়েছে। ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষ (আইএএ) জানিয়েছে, মরুভূমির গরম এবং শুষ্ক বাতাসের কারণে এগুলো খুব ভালোভাবে সংরক্ষিত ছিল। যে ঝুড়িটি পাওয়া গেছে, সেটা বিশ্বের সবচেয়ে পুরনো হতে পারে বলেও জানিয়েছে আইএএ।ইহুদিদের টেক্সট সম্বলিত ডেড সি স্ক্রল এর আগেও মরুভূমির গুহা থেকে পাওয়া গেছে। এর আগে ১৯৪০ ও ৫০-র দশকে পশ্চিম তীরের কুমরানের কাছে মরুভূমির গুহা থেকেও এই স্ক্রল পাওয়া যায়। যেগুলো খ্রিস্টের জন্মের ৩০০ বছর থেকে তার জন্মের ১০০ বছর সময়কালের।এসব স্ক্রলের মধ্যে বাইবেলের নথি পাওয়া যায়। আবার ইহুদিদের বিভিন্ন সম্প্রদায়ের বিশ্বাস সম্পর্কেও ধারণা পাওয়া যায় এসব স্ক্রল থেকে। আইএএ’র ডেড সি স্ক্রলস ইউনিটের ওরেন আবেলম্যান বলেছেন, যদিও এগুলো খুবই ছোট ছোট টুকরো তখন আমরা নতুন কিছু তথ্য পাওয়ার ব্যাপারে আশাবাদী।

 

Share.