ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয় বিমানটি। এ ঘটনায় মারা গেছেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা।মধ্য ভারতে একটি ঘাঁটিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবাহিনী। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমানবাহিনীর ওই ঘাঁটিতে নিয়মিত ট্রেইনিং চলছিল।তখন ওই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ওড়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তাতেই মারা যান বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা।এরপরই ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে এই দুর্ঘটনার কথা জানিয়েছে। ইতোমধ্যে এই ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।তবে গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারকে সমবেদনা জানিয়েছে ভারতীয় বিমানবাহিনীও।বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। আমরা গ্রুপ ক্যাপ্টেনের পরিবারের সদস্যদের পাশে আছি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা আদালতকে তদন্তের আদেশ দেয়া হয়েছে।উল্লেখ্য, গত ৫ বছরে ভারতীয় বিমানবাহিনীর ২৭টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১৫টিই যুদ্ধবিমান। মাত্র দুই মাস আগেই রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার বিধ্বস্ত হয়েছিল। তখন অবশ্য প্রাণে বেঁচে যান বিমানটির পাইলট।
ভারতে উড্ডয়নের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
0
Share.