ঢাকা অফিস: হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ছত্রকুট গ্রামের জেবেল মিয়া ও সোহেল আহমেদ।পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি সরকারি জায়গা থেকে মাটি কাটা ও বালু উত্তোলন করার সময় দণ্ডপ্রাপ্তদের আটক করে। পরে তাদেরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন আহমেদ বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ইতোমধ্যে উক্ত এলাকায় এ সকল বালু মাটি উত্তোলন বন্ধ করতে হবিগঞ্জ জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানকে গ্রাম পুলিশের মাধ্যমে পর্যায়ক্রমিক পাহারার জন্য নির্দেশনা দিয়েছেন।তিনি বলেন, অবৈধ বালু মাটি উত্তোলন রোধে এসকল অভিযান অব্যাহত থাকবে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ জানান, দণ্ডপ্রাপ্তদের সন্ধ্যার দিকে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড
0
Share.