ডেস্ক রিপোর্ট: অ্যাস্ট্রাজেনেকা আজ রোববার জানিয়েছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকায় শূকরজাত কোনো উপাদান ব্যবহার করা হয়নি। বিশ্বের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘হারাম’ উল্লেখ করার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানাল অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার মুসলিম আলেমদের শীর্ষ সংস্থা উলেমা কাউন্সিল গত শুক্রবার তাদের ওয়েবসাইটে জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘হারাম’, কারণ এটি উৎপাদন করার সময় ‘শূকরের অগ্ন্যাশয় থেকে ট্রিপসিন’ ব্যবহার করা হয়। তবে এরপরও অতিমারিজনিত জরুরি পরিস্থিতি বিবেচনায় উলেমা কাউন্সিল অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।উলেমা কাউন্সিলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাস্ট্রাজেনেকা ইন্দোনেশিয়ার পরিচালক রিজমান আবুদায়েরি বলেছেন : ‘এই ভাইরাস ভেক্টর ভ্যাকসিন উৎপাদনের কোনো ধাপে শূকরজাত কোনো উপাদান ব্যবহার করা হয় না। এ টিকায় শূকরজাত কোনো উপাদানের সংস্পর্শ নেই। অন্য কোনো প্রাণীজাত উপাদানও এ টিকার উৎপাদনের সময় ব্যবহার করা হয় না।’অ্যাস্ট্রাজেনেকার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক উলেমা কাউন্সিল বা ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানা যায়।ইউরোপের কোথাও কোথাও অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া গ্রহীতার রক্ত জমাট বাঁধার তথ্য পর্যালোচনা করে গত শুক্রবার টিকাটির ব্যবহারে অনুমোদন দিয়েছিল ইন্দোনেশিয়া।এশিয়ার মধ্যে করোনায় পর্যুদস্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া একটি। দেশটিতে গতকাল শনিবার পর্যন্ত মোট ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে করোনায় মারা গেছে ৩৯ হাজার ৪৪৭ জন।
টিকা উৎপাদনে শূকরজাত উপাদান ব্যবহার করা হয়নি : অ্যাস্ট্রাজেনেকা
0
Share.