শনিবার, নভেম্বর ২৩

নাইজারে বন্দুকধারীদের হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত

0

ডেস্ক রিপোর্ট: পশ্চিম নাইজারের তহুরা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জিনহুয়া নিউজে এই খবর প্রকাশ করা হয়েছে।সূত্র জানিয়েছে, ব্যাপক সংখ্যক দুর্বত্ত মোটরসাইকেলে এসে ইন্তাজায়েন, বেকোরেত এবং অন্যান্য স্থানে হামলা চালায়। তারা বাড়ি-ঘর পুড়িয়ে দেয় এবং স্থানীয় লোকজনদের ওপর প্রকাশ্যে গুলি চালায়।গত সপ্তাহে একই এলাকায় সন্ত্রাসীরা অন্তত ৫৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। পশ্চিম নাইজারে সন্ত্রাস বিরোধী অভিযানে ফ্রান্সের সেনা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা সংগঠিত হচ্ছে। ২০২০ সালের জানুয়ারিতে পশ্চিম নাইজারের চমবাঙ্গু এবং জারুমদারু এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়।

Share.