অবশেষে ইয়েমেনে শান্তি চায় সৌদি, যুদ্ধবিরতির প্রস্তাব

0

ডেস্ক রিপোর্ট:  ইয়েমেনে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান যুদ্ধ থামাতে অবশেষে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে এ যুদ্ধবিরতির পরিকল্পনা করেছে মোহাম্মদ বিন সালমানের দেশ। সৌদি জোটের দাবি, এই পরিকল্পনায় আকাশপথ ও সামুদ্রিক যোগাযোগসহ রাজনৈতিক সমঝোতার মতো বিষয়গুলোও গুরুত্ব পাবে। তবে হুতিদের দাবি, সৌদির এই প্রস্তাবনায় আকাশ এবং সমুদ্রপথে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে নতুন কোনো আভাস নেই।সম্প্রতি রিয়াদ এই প্রস্তাবনা দেয়। এর ঘোষণা দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এটি মেনে নেওয়ার জন্য হুতিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রিন্স ফয়সাল মনে করেন যত দ্রুত হুতিরা এই প্রস্তাবনা মেনে নেবে তত দ্রুতই যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে।তবে হুতিদের মতে এতে ‘নতুন কিছুই নেই’ এবং রাজধানী সানা ও হুদায়দাহ বন্দর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সেখানে কোনো আভাস দেওয়া হয়নি।হুতির মোহাম্মেদ আবদুলসালাম জানান, আমরা আশা করেছিলাম বন্দর ও বিমানবন্দরগুলো থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জোট (সৌদি নেতৃত্বাধীন) কর্তৃক আটক ১৪টি জাহাজের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। হুতি সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে আলোচনায় বসবে।সৌদি কর্মকর্তারা বলছেন, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের পরামর্শে তারা তাদের পদক্ষেপগুলো নিয়ে কাজ করছেন। যা ইয়েমেন যুদ্ধের ফলে দীর্ঘদিন ধরে চলে আসা মানবিক সঙ্কট দূর করতে সহায়তা করবে।

Share.