শনিবার, নভেম্বর ২৩

ফুল দিতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লো বিএনপির নেতাকর্মীরা

0

বাংলাদেশ থেকে  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘটেছে এ ঘটনা।স্থানীয়রা জানিয়েছে, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার এক পর্যায় উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। পাশেই থাকা পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে গেলে উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপরও হামলা চালায়। এ ঘটনায় পুলিশসহ দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সরাইল থানার ওসিসহ ৮ পুলিশ আহত হয়েছেন। ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে এ পর্যন্ত। তবে বর্তমানে শান্ত রয়েছে পরিস্থিতি।

Share.