রবিবার, নভেম্বর ২৪

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

0
বাংলাদেশ থেকে  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতি স্তম্ভে পুস্পস্থবক নিবেদন,কুচকাওয়াজ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১।দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্থম্বে ও শহরের মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। জেলা প্রশাসনের আয়োজনে ডাঃ আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, জেলা কারাগার, বিএন সিসি র অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম। এছাড়া শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৮ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ ও সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন এর নেতৃত্বে  জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করে। পরে এক শোভাযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধোদের স্মৃতিস্তম্ভে ও মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।এ সময় উপস্থিত ছিলেন সংসদে সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান, সহ সভাপতি মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন,উপ দপ্তর সম্পাদক মোঃমনিরুল ইসলাম,  কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন সহ আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Share.