ডেস্ক রিপোর্ট: মোজাম্বিকের উত্তরাঞ্চলে একটি হোটেলে জিম্মিদশা থেকে পালানোর সময় সন্ত্রাসীদের আক্রমণে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওমর সারাঙ্গা জানান, অবরুদ্ধ করে রাখা একটি হোটেল থেকে পালানোর চেষ্টাকালেই ৭ জন নিহত হয়েছে। বিদেশি কর্মীসহ অন্তত ১৮০ জন আটকা পড়েছে ওই হোটেলটিতে। জঙ্গিরা হামলা চালানোর পর তাদের সেখানে জিম্মি করে রেখেছে।দ্য গার্ডিয়ান জানায়, জঙ্গিরা গত বুধবার বিকেলে উপকূলীয় এ শহরে হামলা শুরু করে। এতে আতঙ্কিত বাসিন্দারা আশপাশের বনাঞ্চলে পালিয়ে যায় এবং এলএনজি ও সরকারি কর্মীরা আমেরুলা পালমা হোটেলে আশ্রয় নেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা উদ্ধারকারী নৌকার অপেক্ষায় সমুদ্রতীরে লুকিয়ে থাকার সময় ছড়ানো ছিটানো একাধিক মাথাবিহীন দেহ দেখেছেন।এক ঠিকাদার জানিয়েছেন, হোটেল থেকে গাড়িবহরে পালানো অনেকে শুক্রবার রাতে সমুদ্রতীরে লুকিয়ে ছিলেন, শনিবার সকালে নৌকায় করে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।উদ্ধারের অপেক্ষায় থাকা অন্যদের জন্য নৌযানগুলো আবারও যাবে বলে জানিয়েছেন তিনি।উদ্ধার অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পালমা থেকে প্রায় এক হাজার ৪০০ মানুষকে নিয়ে একটি নৌকা রোববার স্থানীয় সময় বিকালে বন্দরনগরী পেমবায় পৌঁছেছে। পালমা থেকে পেমবার দূরত্ব প্রায় আড়াইশ কিলোমিটার।আরও কয়েকটি ছোট নৌকা পালমা থেকে লোকজনকে নিয়ে পেমবার পথে রয়েছে; এ নৌকাগুলো রোববার রাতে বা সোমবার সকালে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশের ৭৫ হাজার বাসিন্দা অধ্যুষিত শহর পালমাতে জঙ্গি হামলায় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। অনেকে এখনও নিখোঁজ।
মোজাম্বিকে সন্ত্রাসী হামলায় নিহত কয়েক ডজন
0
Share.