পাকিস্তানের প্রেসিডেন্টও করোনা আক্রান্ত

0

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ইমরান খান ও ফার্স্টলেডি বুশরা মানেকার পর এবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও করোনাক্রান্ত হয়েছেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার কয়েক দিন পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।  সোমবার এক টুইটে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।  টুইটবার্তায় তিনি লেখেন— টিকার প্রথম ডোজ গ্রহণ করেছি। কিন্তু টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর শরীরে কোভিড ১৯-এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়, যেটি এক সপ্তাহের মধ্যে নেওয়ার কথা ছিল। দয়া করে সতর্ক থাকুন।এর আগে গত ১৮ মার্চ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার দুদিন পর করোনা ‘পজিটিভ’ হয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর তার স্ত্রী বুশরা মানেকার করোনা পজিটিভ রিপোর্ট আসে।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নতুন করে আবার করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতে গত পাঁচ মাসের মধ্যে সোমবার সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে।  বাংলাদেশেও সোমবার দৈনিক শনাক্তের নতুন রেকর্ড

Share.