ঢাকা অফিস: রাজবাড়ী জেলা জজ আদালতের মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেছে আইনজীবীরা। এসময় আদালতের কর্মচারীদের সাথে সংঘর্ষে আহত হন ৪ আইনজীবী।সোমবার (২৯ মার্চ ) দুপুর রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, মোস্তফা মিঠু ও সম্রাটসহ ৪ আইনজীবী।রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট স্বপন সোম জানান, সম্পূর্ণ অবৈধভাবে রাজবাড়ী বারের জমিতে জেলা ও দায়রা জজ মার্কেট নির্মাণ করছেন। যে কারণে তারা রাজবাড়ীর আদালতে মামলা করেছেন। কিন্তু সে মামলা গ্রহণ বা রিজেক্ট কোনোটিই করা হয়নি। যে কারণে সোমবার দুপুরে আইনজীবীরা রাজবাড়ীর যুগ্ম জেলা জজ আদালত বর্জন করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।এ সময় তারা মিছিল নিয়ে নির্মাণাধীন মার্কেটের সামনে আসলে জেলা জজ আদালতের কর্মচারীদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আদালতের কর্মচারীদের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলা বার এসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট এটিএম মোস্তফা মিঠু, এ্যাডভোকেট মেহেদী হাসান, এ্যাডভোকেট সম্রাট ও এ্যাডভোকেট নিজাম উদ্দিন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।তিনি বলেন, তারা আইনের মানুষ, আইনের বাইরে কিছু করবেন না। তারা রাজবাড়ীর জেলা জজ ও যুগ্ম-জেলা জজের প্রত্যাহার করার দাবী জানিয়ে লাগাতার আদালত বর্জনের ঘোষণাও দিয়েছেন।রাজবাড়ীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফরিদা বেগম জানান, মার্কেট নির্মাণের বিষয় নিয়ে আদালতের কর্মচারীদের সাথে আইনজীবীদের বাকবিতণ্ডা হয়েছে। তবে কেউ আহত হয়েছে কি না তা তিনি জানেন না।এই ঘটনার বিষয়ে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, উভয় পক্ষে মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তার নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ পর্যন্ত কোন পক্ষ থেকেই লিখিত অভিযোগ থানায় দাখিল করা হয়নি।
কর্মচারীদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ, আহত ৪
0
Share.