আজ লালপুরে ঐতিহাসিক ময়না দিবস ‘উত্তরবঙ্গে প্রথম বিজয় অর্জন’

0

বাংলাদেশ থেকে লালপুর (নাটোর) প্রতিনিধি:আজ ৩০ মার্চ নাটোরের লালপুরের ঐতিহাসিক ময়নার জনযুদ্ধ দিবস।১৯৭১ সালের এই দিনে উপজেলার ময়না গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে লালপুর মুক্তিকামী জনতা ইপিআর ও আনসার বাহিনীর সুম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্ট ধবংস হয়। পাকবাহিনীর প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান অরফে রাজা খান জনতার হাতে আটকে পড়েন। পরের দিন ৩১ মার্চ তাকে গুলে করে হত্যা করা হয়। ময়না যুদ্ধে প্রায় অর্ধশাতাধিক বাঙ্গালী শহীদ হন এবং ৩০ জন আহত হন । সেই থেকে ঐদিনটিতে লালপুরে বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মাধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে।

Share.