স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের খেলোয়াড় নিলামে অবাক করে দিয়েছিলেন প্রোটিয়া অল-রাউন্ডার ক্রিস মরিস। এক কথায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মহাযুদ্ধের পর ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস। যা আইপিএলেল ইতিহাসে সর্বোচ্চ দাম।আকাশচুম্বী দাম পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ক্রিস মরিসও। তবে দিন যত গড়াচ্ছে, আইপিএল শুরুর সময় যত ঘনিয়ে আসছে ততোই চিন্তিত হয়ে পড়ছেন মরিস। জেন না, তার জন্য ব্যয় করা প্রত্যেকটি অর্থের হিসাব হবে তার পারফরম্যান্সে।মরিস জানেন, গোটা দুনিয়া তাকিয়ে থাকবে তার পারফর্ম্যান্সের দিকে। যদিও এর আগে মোটা অর্থে দল পেয়েছিলেন মরিস। এবার তবে ভিন্ন। তার উপরে যে কেউ নাই!প্রোটিয়া এই অল-রাউন্ডার মূলত ডেথ ওভারে কার্যকরী বোলিং আর শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের কারণে দলগুলো যুদ্ধ বাঁধিয়ে দেয় তাকে পাবার জন্য।তার এমন পারফর্মের কারণে দিন দিন বাড়তে থেকে অর্থের পরিমাণ। ২০১৩ সালে অপরিচিত মরিসকে প্রায় সাড়ে তিন কোটি রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস। এরপর ২০১৬ সালে ৫০ লাখের ভিত্তিমূল্য থেকে তাকে ৭ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৮ সালে ছাড়েনি দিল্লি। ১১ কোটি রুপিতে ধরে রাখলেও খেলা হয়নি চোটের কারণে।মরিস এসব নিয়ে অবশ্য খুব বেশি ভাবছেন না। মানিয়ে নেয়ার জন্য যা করা লাগে আপাতত সেসবই ভাবছেন।“আমি এসবকে ছাপ হিসেবে নিচ্ছি না। নিলামে এমন কিছু হওয়াটা অস্বাভাবিক না। তবে হ্যা, কিছুটা তো চাপ আছেই। মাঠে নামলে এসব কিছু আর মাথায় থাকবে না। আমি এর আগেও বড় অর্থে দল পেয়েছি, তাই অভিজ্ঞতা রয়েছে।”তবে নিলামের লড়াইটা উপভোগ করেছিলেন মরিস। বলেন, প্রথমে কেউ কিনবে না ভাবলেও শেষ পর্যন্ত যা হচ্ছিল তাতে তার নিজেরই দম বন্ধ হয়ে আসছিল।“নিলামের যুদ্ধ দেখে আমারই দম বন্ধ হয়ে আসছিল। আমি এত বেশি মূল্য আশাই করিনি। তবে ফ্র্যাঞ্চাইজি আমাকে চায় এটা ভেবে ভালো লেগেছে। বলা যায়, তাদের লড়াইতে আমি উড়ে যাচ্ছিলাম।”
চড়া মূল্যের উত্তাপ টের পাচ্ছেন মরিস
0
Share.