ব্রাজিলে শুধু মার্চেই মারা গেছে ৬৬ হাজার ৫৭০ জন

0

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু মার্চ মাসেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আগের যেকোনো মাসে মৃত্যুর সংখ্যার চেয়ে দ্বিগুণের বেশি। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার প্রেক্ষিতে ব্রাজিলের স্বাস্থ্যখাত পুরোপুরি ভেঙে পড়েছে।করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তার ব্যর্থতার কারণে চলতি সপ্তাহে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটেছে। অথচ স্থানীয় গর্ভনর ও মেয়ররা লকডাউন দেয়ায় বুধবারও তাদের সমালোচনা করেছেন বলসোনারো।তিনি বলেন, আমাদের দুটি শত্রু ছিল এবং আছে- করোনাভাইরাস এবং বেকারত্ব! এটাই বাস্তবতা! আমরা ঘরে বসে থেকে এই সমস্যার সমাধান করতে পারবো না। বুধবারও দেশটিতে করোনায় ৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ। দেশটিতে পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, বিশ্বে দৈনিক মৃত্যুর চারভাগের একভাগ হচ্ছে ব্রাজিলে।এদিকে বুধবারই নতুন করে তিন বাহিনীর প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো ই সিলভাকে হঠাৎ করে চাকরিচ্যুত করেন বলসোনারো। এর প্রতিবাদে মঙ্গলবার ব্রাজিলের তিন বাহিনীর প্রধান পদত্যাগ করে।

Share.