ঢাকা অফিস: ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কমিশনার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব খান এ তথ্য জানান। এর আগে, গত ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে ফারমার্স ব্যাংকের দু’টি অ্যাকাউন্ট থেকে চার কোটি টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ মেলে। মামলার আসামি শাহজাহান ও নিরঞ্জন ওই ঋণ নিয়েছিলেন। ঋণের সেই টাকা পরে বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে যায়। টাকার উৎস হিসেবে বাড়ি বিক্রির কথা উল্লেখ করা হয়।
এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
0
Share.