ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন।বৃহস্পতিবার নববর্ষের দিন কোনও জনসভা ছিল না মমতার। তার বদলে দুপুরে বেলেঘাটা গাঁধী ভবন থেকে জোড়াসাঁকো পর্যন্ত রোড শো ছিল। সেখানেই মমতার পাশে দেখা গেল জয়াকে। তিনি মমতার হুইলচেয়ার ঠেলে দিচ্ছেন। খবর আনন্দবাজার পত্রিকার।খবরে বলা হয়, কলকাতার রাস্তায় চলছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। বসেই এগিয়ে চলেছেন মমতা। পাশে পায়ে হেঁটে যাচ্ছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন। তার হাত মমতার হুইলচেয়ারে। একসময় সেই হুইলচেয়ার টানতে দেখা গেল তাকে। নববর্ষের দুপুরে এই দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। একাধিক প্রার্থী, কর্মী সমর্থকদের মধ্যেই এগিয়ে চলল মিছিল। এর আগে বিভিন্ন প্রচারণায় উত্তর প্রদেশের সমাজবাদী দলের সংসদ সদস্য জয়া বচ্চন নারীর নিরাপত্তা প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশংসা করে বলেন, ‘ভারতে নারীদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।’সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়ে জয়া বচ্চন বলেন, ‘আমাদের পার্টির নেতা অখিলেশজি আমাকে জানালেন মমতাজিকে আমরা সমর্থন করছি, আমাদের পক্ষ থেকে আপনি গিয়ে সেই বার্তা জানাবেন। খুব ভালো লাগল। কেননা, কাজটি তিনি আমাকে দিলেন।’ তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য একা একজন মহিলা লড়ছেন, সেই মমতাজির পাশে এসে দাঁড়ানোর দায়িত্ব পেয়ে আমার খুব ভালো লেগেছে। গর্বিত বোধ করেছি এই দায়িত্ব পেয়ে। তাঁর মাথা, পা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সিংহহৃদয় এ মহিলার, লড়াই করার ক্ষমতায় একবিন্দু চিড় ধরাতে পারেনি।’মমতার বিরোধীদের উদ্দেশে জয়া বচ্চন বলেন, ‘মমতাকে যারা পছন্দ করেন না, তাদের বলব, লজ্জা লজ্জা!’প্রসঙ্গত, জয়া ভাদুড়ি ১৯৪৮ সালের ৯ এপ্রিল মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা খ্যাতিমান সাংবাদিক তরুণকুমার ভাদুড়ি, মায়ের নাম ইন্দিরা ভাদুড়ি। ১৯৬৩ সালে মাত্র ১৫ বছর বয়সে জয়া অভিনয় করেন সত্যজিৎ রায় পরিচালিত ‘মহানগর’ ছবিতে। সেই অভিষেক তাঁকে এগিয়ে নেয় অনেক দূর। পরে জাতীয় পুরস্কার পদ্মশ্রীসহ নানা পুরস্কার পেয়েছেন। ২০০৪ সাল থেকে জয়া বচ্চন সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মমতার হুইল চেয়ার টানলেন অভিনেত্রী জয়া!
0
Share.