মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু

0

 ঢাকা অফিস: শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বায়জিদ শিকদার (১৭) কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী অভি আকন (১৬) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে ফেরিতে মারা যায় অভি।জানা গেছে, রাজনগর কাজী কান্দি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে বায়েজিদ সিকদার (১৭)। একই গ্রামের সোলাইমান আকনের একমাত্র ছেলে অভি আকন (১৬)। তারা ডগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।নড়িয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন দেওয়ান জানান, শুক্রবার ইফতারের পরে বায়েজিদ তার বন্ধু অভি নড়িয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পরে রাজনগর বেইলি ব্রিজ এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।নড়িয়া থানার ওসি অবনী শংকর কর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তারা মারা যান।

Share.