বাংলাদেশ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ তৃতীয় দিন গতকাল শুক্রবার ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায় ৫৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁদের কাছ থেকে প্রায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।মো. মাইদুল ইসলাম জানান, জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন উপজেলাগুলোতে একটি করে এবং জেলা সদরে দুই বেলা আটটিসহ ২১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় চারটি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত ছিল। এরই মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় গতকাল ৫৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া মোট ৪৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।এদিকে, ময়মনসিংহে সরকারি নির্দেশনা মেনে বন্ধ রয়েছে দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।লকডাউনের চতুর্থ দিনে যান চলাচল ও জনসমাগম বেড়েছে। এর আগে করোনা সংক্রমণ রোধে শহরের জয়নুল উদ্যান, বিপিন পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।এদিকে, পুলিশ শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ ব্যক্তিগত সব ধরনের যান চলাচলে বাধা দিচ্ছে। এ ছাড়া জরুরি কাছ ছাড়া যানবাহন নিয়ে বের হওয়া আরোহীদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলাচল করতে জনসাধারণকে পরামর্শ দিচ্ছে পুলিশ।
ময়মনসিংহে নির্দেশনা না মানায় ৫৫ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা
0
Share.