অবশেষে ছুটি পেলেন ওয়াকার

0

স্পোর্টস ডেস্ক: লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকায় ওয়াকার ইউনিস যেতে পারেননি পরিবারের কাছে। করোনা মহামারির এই সময়ে দলের জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে গত ১০ মাস ধরে পরিবারের মুখ দেখেননি পাকিস্তান দলের বোলিং কোচ।দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে পাকিস্তান দল পৌঁছেছে জিম্বাবুয়েতে। সেখানে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। তবে জিম্বাবুয়ে সিরিজে বোলিং কোচ ওয়াকার ইউনিসকে পাচ্ছে না পাকিস্তান।অস্ট্রেলিয়াতে থাকা স্ত্রীর অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য ছুটি নিয়েছেন তিনি। তাই মঙ্গলবার হারারে থেকে সিডনির উদ্দেশে রওনা করার কথা সাবেক এই তারকা পেসারের।যদিও মে মাসে হবে অস্ত্রোপচার। তার আগে অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে ওয়াকারকে। তাই আগা আগেই তাকে ছাড়তে হয়েছে দল।বুধবার (২১ এপ্রিল) থেকে হারারেতে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজও অনুষ্ঠিত হবে হারারেতেই। তবে ওয়াকারের পরিবর্তে আপদকালীন কোচ হিসেবে কাউকে নেয়া হয়নি।

Share.