ঢাকা অফিস: মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের সংখ্যা বাড়লেও শিডিউল নিয়ে বিড়ম্বনা কাটেনি। আবার কিছু ফ্লাইট বাতিল হলেও সে বিষয়ে জানানো হচ্ছে না যাত্রীদের।তথ্য বিভ্রাট আর সমন্বয়হীনতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী কর্মীদের। বিমানবন্দরের নোটিশ বোর্ডে প্রতিদিনের ফ্লাইট শিডিউল দেয়া থাকলেও বাতিল হওয়া ফ্লাইটের নতুন শিডিউল দেয়া নেই। এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস বা নির্ধারিত নম্বরে কল দিয়েও কাউকে পাচ্ছেন না যাত্রীরা। কোনো কোনো বিদেশি এয়ারলাইন্সের অফিসও বন্ধ। এ অবস্থায় যারা রিটার্ন টিকিট কেটে ছুটিতে দেশে এসেছেন, বেশি বিপদে পড়েছেন তারা। কর্মস্থলে ফেরা নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন অনেক প্রবাসীকর্মীও।
বিশেষ ফ্লাইটের সংখ্যা বাড়লেও কাটেনি শিডিউল বিড়ম্বনা
0
Share.