ঢাকা অফিস: পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় ভবনের মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। শুক্রবার রাতে (২৩ এপ্রিল) পুলিশ বাদী হয়ে বংশাল থাকায় মামলাটি দায়ের করেছে। এদিকে রাজধানীর আরমানিটোলার রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।অবহেলা জনিত মৃত্যু ও অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়।এ ঘটনায় আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।শুক্রবার ভোরে আরমানিটোলা এলাকার হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে ইডেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ও ভবনের কেয়ারটেকারসহ ৪ জন মারা যান। এ ছাড়া ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।গতকাল সময় সংবাদকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদউল্লাহ জানান, লাইসেন্স প্রদানে অনিয়ম ও তদারকির অভাবেই আবাসিক এলাকায় গড়ে উঠছে কেমিক্যাল গুদাম, ঘটছে দুর্ঘটনা।উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ঘটে স্মরণকালের ভয়াবহ অগ্নিদুর্ঘটনা। এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ জন মানুষ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ঘটে আরেক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। এ ঘটনায় প্রাণ হারান ৭৮ জন।
আরমানিটোলায় আগুনের ঘটনায় ভবন মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা
0
Share.