স্পোর্টস ডেস্ক: করোনা সংক্রমণ আর মৃত্যুর দিক দিয়ে দৈনিক রেকর্ড করে চলছে ভারত। তার মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।এই আসরকে সামনে রেখে এশিয়ার বাইরের দেশগুলোর চোখ এখন বাংলাদেশে। টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। একই পথে হাঁটছে ইংল্যান্ডও।কথা ছিল বিশ্বকাপের আগে প্রথমে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশ সফরে। তবে পালটে যাচ্ছে সূচি। কিউইদের আগে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট।সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।ক্রিকেট ভিত্তিক ওয়বসাইট ক্রিকবাজকে আকরাম খান বলেন, ‘জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। অজিদের সফর শেষেই আসবে নিউজিল্যান্ড।’তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষে বাংলাদেশ সফর করা কথা ছিল নিউজিল্যান্ডের, তবে সূচি বদলে ৩ টি-টোয়েন্টি খেলতে ওই সময়ে আসবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সময় বদলে যাচ্ছে
0
Share.