মাদ্রিদে নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি প্রবাসীরা

0

ডেস্ক রিপোর্ট: স্পেনের মাদ্রিদে আঞ্চলিক সরকার নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন মাদ্রিদে বসবাস করায় এখন প্রচুর সংখ্যক বাংলাদেশি স্পেনিশ পাসপোর্ট পেয়ে স্পেনের নাগরিক হওয়ায় বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন। তাই তারা ভোট নিয়ে হয়েছেন সক্রিয়ও।আগামী ৪ মে স্পেনে অনুষ্ঠিত হবে আঞ্চলিক সরকার নির্বাচন। সেখানে ৬টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। করোনা মহামারির বিরূপ প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় প্রার্থীরা স্বল্প পরিসরে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ইতোমধ্যে বাম রাজনৈতিক ঘরনার বাংলাদেশিদের পছন্দের প্রার্থী ‘মাস মাদ্রিদের’ মনিকা গার্ছিয়া গঞ্জালেছ বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করেছেন।সাধারণ প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, বামপন্থি প্রার্থীরা যদি এবারও নির্বাচিত হয় তাহলে হয়তো প্রবাসীদের অনেক দাবিদাওয়া পূরণ করতে আরও নমনীয় হবে তারা।

Share.