স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৬তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। হরপ্রীত ব্রারের অলরাউন্ড পারফরমেন্সে ৩৪ রানে ম্যাচটি নিজেদের করে নেয় পাঞ্জাব।শুক্রবার রাতে আহমেদাবাদে টস জেতার পর ব্যাট করে কিংসরা।নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫৭ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন কে এল রাহুল। ২৪ বলে ৪৬ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। শেষ দিকে ১৭ বলে ২৫ রান তুলেন হরপ্রীত ব্রার।২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে কিংসরা।জবাবে ইনিংসের ১১তম ওভারের প্রথম দুই বলে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিদায় করেন ২৫ বছর বয়সী হরপ্রীত। ৩৪ বলে ৩৫ রান করে বোল্ড হন অধিনায়ক বিরাট। অন্যদিকে প্রথম বোলেই একই পরিণতি হয় অজি তারকা ম্যাক্সওয়েলের।অন্যদিকে ১৩তম ওভারে প্রথম বলেই রাহুলের গ্লাভসে ধরা পড়েন ৯ বলে ৩ রান তোলা এবি ডিভিলিয়ার্স। বাম-হাতি স্পিনার হরপ্রীতেই সেরা তিন ব্যাটসম্যান ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ব্যাঙ্গালুরু।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তুলতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স।২৫ রান ও তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন চলতি আসরে প্রথমবারের মতো আইপিএলে খেলতে নামা হরপ্রীত।
বিরাট-ম্যাক্সওয়েল-ডিভালিয়ার্সকে ফিরিয়ে ম্যাচ জয়ের নায়ক
0
Share.