আফগানিস্তানে ইফতারের পরমুহূর্তে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৩০

0

ডেস্ক রিপোর্ট:   আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে বেসরকারি একটি অতিথিশালার সামনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় আরও ৯০ জনের বেশি আহত হয়েছেন।কাবুলের পূর্বে লোগার প্রদেশের রাজধানীর পুলে-এ-আলাম এলাকার জনাকীর্ণ অতিথিশালার সামনে শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর মুহূর্তে এ বিস্ফোরণটি ঘটে।লোগার প্রদেশের কাউন্সিল প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে। বিস্ফোরণে অতিথিশালার ছাদ ধসে পড়েছে। এর নিচে এখনও অনেকেই আটকা পড়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে কর্মকর্তারা তালিবান জঙ্গি গোষ্ঠীকেই এ হামলা চালানোর জন্য দোষারোপ করেছেন।আজ শনিবার আফগানিস্তান থেকে শেষ চালানের মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা। তার একদিন আগে এমন হামলার ঘটনা ঘটল।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা পিছিয়ে সেপ্টেম্বরের ১১ তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়ার পর থেকে তালেবানের হামলা সহিংসতার ঘটনা বেড়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তালেবানের আলোচনা অনুযায়ী মে মাসের শুরুতেই মার্কিন ও ন্যাটো জোটের সব সেনা প্রত্যাহারের কথা ছিল।

Share.