এগিয়ে যাওয়ার মিশনে লিভারপুলের সামনে সাউদাম্পটন

0

স্পোর্টস ডেস্ক:  পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাতে সাউদাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল। ইতিবাচক ফুটবল খেলে জয়ের প্রত্যয় অলরেডদের। অ্যানফিল্ডে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত ম্যানচেস্টার সিটির। যদিও শীর্ষ চারে জায়গা করে নিতে ম্যানচেস্টার ইউনাউটেড, চেলসি, টটেনহাম, লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে চলছে জমজমাট লড়াই।এবার অ্যানফিল্ডে সাউদাম্পটনকে আতিথ্য দেবে লিভারপুল। ঘরের মাঠে খেলা তাই অনেকটাই নির্ভার অলরেড শিবির। যদিও সবশেষ দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়ায়, কিছুটা ব্যাকফুটে ইয়ুর্গেন ক্লপের দল। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে লিভারপুল। তাদের হাতে বাকি ৫টি ম্যাচ। লিগ টেবিলের সমীকরণ বলছে, শীর্ষ চারে থাকতে হলে ম্যাচ বাই ম্যাচ জয়ের বিকল্প নেই ১৯বারের শিরোপা জয়ীদের সামনে।কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সাউদাম্পটনের চেয়ে বেশ খানিকটা এগিয়ে লিভারপুল। পরিসংখ্যানও কথা বলছে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষেই। দু’দলের ৯০ বারের মুখোমুখি লড়াইয়ে অলরেডদের জয় ৪৫টিতে, বিপরীতে সাউদাম্পটনের জয় ২৪টি।ইনজুরির কারণে ভার্জিল ভ্যান ডাইক, গোমেজ, হেন্ডারসনের সার্ভিস মিস করবে লিভারপুল। এই ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে ছক কষছেন ক্লপ। তারপরও সালাহ-ফিরমিনো-সাদিও মানেরা আক্রমণভাগে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত। সবমিলিয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না অলরেড শিবির।এদিকে ৩৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে রয়েছে সাউদাম্পটন। তবে চলতি বছরের জানুয়ারিতে সবশেষ দেখায় লিভারপুলের বিপক্ষে জয়টা অনুপ্রেরণা যোগাচ্ছে অতিথিদের।

Share.