ইহুদিদের বাধার মুখে হাজারও মুসল্লি নামাজ পড়লেন আল-আকসায়

0

ডেস্ক রিপোর্ট: মুসলিমদের তৃতীয় প্রধান মসজিদ আল-আকসায় পবিত্র রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা’র নামাজ আদায় করেছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।দখলদার ইসরায়েলের অধিকৃত জেরুজালেমের আল-কুদসে অবস্থিত এই মসজিদ। আক-কুদস ওয়াকফ বিভাগের পরিচালক শেখ আজম আল-খতিব বলেছেন, দখলদার ইহুদিদের জুলুম সহ্য করেও ফিলিস্তিনিরা মসজিদে আসে।প্রায় ৭০ হাজার মানুষ জুমাতুল বিদা’র নামাজ আদায় করতে আল-আকসা মসজিদে এসেছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।খুতবার আগে মসজিদের ইমাম শেখ ইউসুফ আবু স্নিনিহ ফিলিস্তিনের ইসলামিক পবিত্র স্থানগুলো রক্ষার জন্য আহ্বান জানিয়ে রমজান মাসের ফজিলত সম্পর্কে কথা বলেছেন।এর আগে শুক্রবার ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল ইসরায়েলি পুলিশ। তারা ব্যারিকেড দিয়ে আল-আকসা মসজিদ এবং ওল্ড আল-কুদসে (জেরুজালেম) প্রবেশকারী নাগরিকদের আইডি কার্ড পরীক্ষা করে।এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশের বিবৃতি অনুসারে, সুলতান সুলাইমান, জেরিকো, আল সামওয়াল, নবলুস, সালাহ আল-দীন, আমর বিন আল-আসের রাস্তাগুলি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ছিল।

Share.