বুধবার, জানুয়ারী ২২

টুইটারে নেই, ইনস্টাগ্রামেও শান্তি পাচ্ছেন না কঙ্গনা!

0

বিনোদন ডেস্ক:  টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার পর কঙ্গনা রনৌত জানিয়েছিলেন, তাঁর কাছে বিকল্পের অভাব নেই। অন্য মাধ্যমে নিজের মত প্রকাশ করবেন। তাই তো ইনস্টাগ্রামে সরব হয়েছিলেন। এবার সেই ইনস্টাগ্রামও চোখ লাল করে তাকাল কঙ্গনার দিকে!গত শনিবার সকালে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন কঙ্গনা। রোববার সেই পোস্ট তুলে নেয় ইনস্টাগ্রাম। কঙ্গনার দাবি, এসবের পিছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’।হিন্দুস্তান টাইমসের খবর, টুইটার অ্যাকাউন্ট বাতিলের পর কঙ্গনা মনে করছেন, ইনস্টাগ্রামেও ‘এক সপ্তাহের বেশি’ টিকতে পারবেন না। তাঁর দাবি, করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়ে যে পোস্টটি দিয়েছিলেন, ইনস্টগ্রাম তা মুছে দিয়েছে। কঙ্গনার অভিযোগ, এসবের নেপথ্যে কাজ করছে ‘কোভিড ফ্যান ক্লাব’।শনিবার কঙ্গনা ইনস্টাগ্রামে নিজের সংক্রমিত হওয়ার খবর দিয়ে লিখেছিলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছে’। তিনি এ কথাও জানিয়েছিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন।কঙ্গনা আরও লিখেছিলেন, ‘জানি না কত দিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। জানি, আমি এটিকে বিনাশ করবই। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন, তত ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই নয়।’কঙ্গনার দাবি, রোববার তাঁর সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সেই খবরটি দিয়ে কঙ্গনার লিখেছেন, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এবার জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে।’কঙ্গনা মনে করেন, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তাঁর পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তাঁর উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কি না তাঁর সন্দেহ রয়েছে।সিনে পর্দার বাইরে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাই তো বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করে আলোচনায় থাকতে চান। এ জন্য তাঁকে অনেকে ‘বিতর্কের রানি’ বলেও আখ্যা দেন। একাধিক বিতর্কিত টুইট করায় গত ৪ মে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করে টুইটার কর্তৃপক্ষ।যা হোক, কঙ্গনা রনৌতকে আগামীতে ‘থালাইভি’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ এল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।

Share.