ঢাকা অফিস: দূর পাল্লার গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার উত্তরবঙ্গের ধানকাটা শ্রমিকসহ নিম্ম আয়ের কর্মজীবী মানুষ। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের পাশে অপেক্ষা করেও গাড়ি না পাওয়ায় বাড়ি ফেরা নিয়ে অনিশ্চিত তাদের ঈদ যাত্রা।পঞ্চগড় জেলার বোদা থানার কাজলদিঘী গ্রামের আমেনা বেগম। স্বামী গাজীপুরে কালিয়াকুরে একটি মুরগির ফার্মে কাজ করতেন। দীর্ঘ এক বছর পর চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরছেন। ভোর ৫ টায় কালিয়াকুর থেকে কয়েক দফা গাড়ি পাল্টিয়ে কোনো রকমে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আসতে পারলেও সেখান থেকে কোন দুরপাল্লার বাস কিংবা যানবাহনই পাচ্ছেন না তিনি। ৬ ঘণ্টা যাবৎ স্বামী আর শিশু সন্তান নিয়ে গাড়ির জন্য অপেক্ষা তার। ৬ ঘণ্টা ধরে মহাসড়কের পাশে অপেক্ষা করেও কোন গাড়ি পায়নি। এতে শিশু সন্তান নিয়ে মহাবিপদে পড়েছেন আমেনা বেগম।শুধু আমেনাই নয় এরকম শত শত ধান কাটার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজন উত্তরবঙ্গে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় রয়েছেন। এতে চরম ভোগান্তি পড়েছেন তারা।দু’ একটি দূর পাল্লার বাস এসব মানুষদের গাড়িতে নিতে চাইলেও ভাড়া চায় ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। পর্যাপ্ত টাকা না থাকায় চরম হতাশায় শত শত নিম্ন আয়ের মানুষ জন।
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সীমাহীন দুর্ভোগ
0
Share.