ঢাকা অফিস : ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১০ মে) কালশীর ‘স্ট্যান্ডার্ড’ পোশাক কারখানার শ্রমিকরা দুই দফায় সড়কে বিক্ষোভ করে বলে জানিয়েছে পুলিশ।মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার মাহতাব উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিলেও দুপুর ২টার দিকে আবারও তারা সড়কে জড়ো হন। এমনি ছুটি ৩ দিনের। তারপরও কারখানার কর্তৃপক্ষ তাদের ৬ দিন ছুটি দিয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি ১০ দিন ছুটির।’ এর চেয়ে বেশি ছুটি দেওয়া সম্ভব নয় বুঝিয়ে শ্রমিকদের পরে সরিয়ে দেওয়া হলে সড়কে চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলমান লকডাউনের মধ্যে ঈদের ছুটি তিন দিনের বেশি না দিতে সরকার নির্দেশনা দিয়েছে এবং সবাইকে সবার কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।বাড়তি ছুটির দাবিতে এদিন টঙ্গী এলাকায়ও পোশাক শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়; রাবার বুলেটে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঈদের ছুটি ১০ দিনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
0
Share.