জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

0

ঢাকা অফিস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি ভাষণ শুরু করেন।প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, এনটিভিসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার করছে বাংলা নববর্ষ ও মাহে রমজান উপলক্ষে এর আগে গত ১৩ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সন্ধ্যার পর বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এবং পরদিন থেকে রোজা শুরু হয়। এক মাস পর পবিত্র ঈদুল ফিতরের আগের সন্ধ্যায় আবার ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামীকাল শুক্রবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল বুধবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশ দেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের জানাচ্ছি, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলীসহ গত ২৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে।প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।

Share.