ঢাকা অফিস: কিশোরগঞ্জের ভৈরবে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের ৬ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলো- তাকি (১৪), জারিফ (৬), তামিম (১৬), শাওন (১২), আহমেদ শফি (১৭), তালহা (১৬), রাফি (৬), তামিম (১৬), সায়ন (১৫), রায়হান।স্থানীয়রা জানায়, পবিত্র শুক্রবার ঈদের দিন সকাল ১০টার পর থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া ২ জন, গাছতলা ঘাট ৪ জন, রাণীর বাজার ১ জন, ঘোড়াকান্দা ১ জন, কমলপুর ২ জনকে কুকুর কামড়ায়। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঈদের দিন সকালে একটি পাগলা কুকুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে রাস্তায় চলাচলকারীদের সামনে যাকে পেয়েছে তাদেরই কামড়িয়েছে। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মানুষ লাঠিসোটা নিয়ে কুকুরটিকে তাড়া করলে পড়ে কুকুরটি অন্যত্র চলে যায়।
ঈদের দিন যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে কুকুর
0
Share.