ইংল্যান্ড সফরের জন্য ২৪ দিনের কঠিন পরীক্ষায় কোহলিরা

0

স্পোর্টস ডেস্ক:  প্রায় চার মাসের লম্বা সফর। এই সফরে নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের সঙ্গে পাঁচটি টেস্ট খেলবে ভারত। এই দুই কঠিন পরীক্ষার আগে ‘কোয়ারেন্টিন’ নামক আরও একটা কঠিন পরীক্ষা দিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা।সফরের আগে মুম্বাইতে ১৪ দিন এবং ইংল্যান্ড পৌঁছে ১০ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। তবে মুম্বাইতে কঠিন পরীক্ষা দিতে হবে ভারতকে। কেন না, এই ১৪ দিনে যদি কেউ করোনা আক্রান্ত হন তবে তাকে দেশেই রেখে যাবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।লম্বা এই সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী-সন্তানরাও থাকবেন। তাই তাদেরও যেতে হচ্ছে এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দুই সপ্তাহের এই কোয়ারেন্টিনে দফায় দফায় হবে কোভিড টেস্ট।তবে ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করছে ক্রিকেটারদের পরিবারের জন্য এই কঠোর কোয়ারেন্টিন কিছুটা শিথিল করতে।আগামী ২ জুন ইংল্যান্ডের বিমান ধরবে কোহলিরা। একই ফ্লাইটে উঠবে নারী দলও। ইংলিশ মেয়েদের সঙ্গে ভারতের মেয়েরা খেলবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ড পৌঁছে ১০ দিনের কোয়ারেন্টিন, অবশ্য এই সময়টায় অনুশীলন করতে পারবে কোহলিরা।

Share.