গাজায় সহিংসতা: ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা অ্যামনেস্টির

0

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি বিমান হামলায় গাজায় নারী ও শিশুসহ ফিলিস্তিনিদের রক্তপাতের মধ্যেই দখলদার দেশটির কাছে ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এতে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় মার্কিন অঙ্গীকার ক্ষুণ্ণ হবে।গাজায় ইসরায়েলি হামলায় ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি।হাজার হাজার ফিলিস্তিনির ঘরবাড়ি ইসরায়েলি বোমা হামলায় মাটিতে মিশে গেছে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক অ্যাডভোকেসি পরিচালক ফিলিপ নাসিফ বলেন, যুদ্ধাপরাধে অঙ্গীকারাবদ্ধ একটি দেশের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরও হামলা উসকে দেওয়ার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন অস্ত্রে আরও মানুষ নিহত ও আহত হবেন।ইসরায়েলকে অস্ত্র বিক্রির অনুমোদন পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।এদিকে গাজায় পুরোদমে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share.