ডেস্ক রিপোর্ট: ইসরায়েল-ফিলিস্তিনের অব্যাহত যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি মনে করেন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধ থামাতে যে উদ্যোগ ও উদ্বেগ প্রকাশ করছে তা কোনও কাজে আসবে না।বার্তাসংস্থা রয়টার্সকে তিনি ‘যুদ্ধবিরতি’র বিষয়ে বলেন, এ মুহূর্তে এমন কিছু ঘটবে না। কোনও বাধা, কোনও প্রস্তাব, কোনো আলোচনা কিছুই কাজে আসবে না।এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে।আল জাজিরা জানিয়েছে, সোমবারও (১৭ মে) হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।
ই’সরায়েল-ফিলিস্তিনের যু’দ্ধ বন্ধের কোনও সম্ভাবনা নেই!
0
Share.