ঢাকা অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অভিযান চালিয়ে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। আটক তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে র্যাব ৮ এর একটি দল পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এ অভিযান চালায় । পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা খাইরুল চৌধুরি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে নাজিরপুরের গাওখালী বাজার থেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে সুব্রত মজুমদার, আবু হাসান ও মোস্তাকিন বিল্লা নামে তিনজনকে আটক করে র্যাব। এরা মানুষকে ডাক্তার পরিচয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। আটকের পরে তারা কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। র্যাব সদস্যরা তাদের আটকের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত এদের তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। এছাড়া আরো দুজনকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও থেরাপি দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের হাতে ৩ ভুয়া ডাক্তার আটক
0
Share.