সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় আগাম প্রস্তুতি

0

ঢাকা অফিস:  ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর সম্ভাব্য আঘাত মোকাবিলায় সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই প্রস্তুতির কথা জানানো হয়। জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।সভায় বলা হয়, সাতক্ষীরা জেলায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ১৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে দেড় হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা। ১৮৪ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ রয়েছে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে নগদ দুই কোটি ১৫ লাখ টাকাও হাতে রয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ওষুধপত্রসহ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তারা।চলতি মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে- এমন আশঙ্কা মাথায় রেখে এসব প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটাসহ অন্যান্য উপজেলার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Share.