ডেস্ক রিপোর্ট: ভারতে চলতি মাসের প্রথমদিকে দৈনিক চার লাখের বেশি রোগী শনাক্ত হলেও তারপর থেকে নতুন আক্রান্তের সংখ্যা ক্রমাগত কমছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, আজ রোববার সেখানে দুই লাখ ৪০ হাজার ৮৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে তিন হাজার ৭৪১ জনের।যুক্তরাষ্ট্রের পর বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্ত দুই কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা দেশটিতে মৃত্যুর সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে; আর একদিনের মধ্যেই ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে, এমন ধারণা পাওয়া যাচ্ছে।গত মার্চে ভারতে ১০ লাখ ২৫ হাজার করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল। তারপর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়, এতে ওই মাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৬ লাখ ১৩ হাজারে দাঁড়ায় আর চলতি মাসে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ছাড়িয়ে গেছে।
ভারতে নতুন করে ২ লাখ ৪০ হাজার জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৭৪১
0
Share.