ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়ার শাসক কিম জং উন সম্প্রতি দেশটিতে স্কিনি ফিট বা আঁটসাঁট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন। এ ছাড়া দেশটির তরুণদের পোশাক ও বিভিন্ন স্টাইলে চুল কাটায়ও কড়াকড়ি আরোপ করেছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা আঁটসাঁট ফিটিংয়ের জিন্স ও ‘ক্ষয়িষ্ণু’ পশ্চিমা প্রবণতা যেমন মাথার পেছন দিকে লম্বা চুল রাখা নিষিদ্ধ করেছেন।ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে আঁটসাঁট জিন্স পরতে পারবেন না। তা ছাড়া প্যান্টে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া ডিজাইন। পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি-শার্ট এবং পুরুষদের নাকে ও কানে দুল পরা।কিমের দাবি, এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে।কিমের বরাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পত্রিকা রোডং সিনমুন বলছে, ‘পুঁজিবাদী জীবনযাপনের সামান্যতম লক্ষণ থেকেও আমাদের সতর্ক থাকতে হবে এবং সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করতে হবে।’উত্তর কোরিয়ার তরুণদের ওপর পশ্চিমা পপ সংস্কৃতি ও ফ্যাশনের সম্ভাব্য প্রভাব বিস্তারের বিরুদ্ধে কিমের ক্ষোভ এবারই প্রথম নয়। দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ডগুলোও তাঁর দেশে নিষিদ্ধ করেন কিম, এই ভয়ে যে ওই ব্যান্ডগুলো জনসাধারণকে দুর্নীতিগ্রস্ত করবে।
আঁটসাঁট জিন্স নিষিদ্ধ করলেন কিম, চুল কাটায়ও কড়াকড়ি
0
Share.